Uncategorized

অসুস্থ গরু সহ কসাই আল আমিনের এসিল্যান্ড কতৃক ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা!

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারের মাংস বিক্রেতা (কসাই) আল-আমিন অসুস্থ গুরু জবাব করে মাংস বিক্রি করার জন্য নিয়ে আসলে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৪/০২/২২ ইং তারিখে তার বাড়ি গিয়ে পাওয়া যায় জবাইয়ের জন্য একটি অসুস্থ গরু।অত:পর মোবাইল কোর্টের মাধ্যমে পশু আইন ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ দ্বারা লঙ্ঘনের দায়ে ২৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং অসুস্থ গরুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন।

অসুস্থ গরুটিকে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার নিকট সম্পন্ন চিকিৎসার দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন এর দায়িত্বে রাখা হয়।

Back to top button