Uncategorized

আগুনে পুড়া প্রতিবন্ধী লিমার পাশে সমাজ সেবিকা পুতুল।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন ফতেহপুর গ্রামের প্রতিবন্ধী জাকির মিয়ার মেয়ে প্রতিবন্ধী লিমা আক্তারের পাশে নিজের সন্তানের মত অভিভাবকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল। জানাযায়,প্রতিবন্ধী মোঃ জাকির গাছ কেটে টাকা উপার্জন করে ৭ জন সদস্য নিয়ে খুব কষ্ট করে সংসার চালাই।১০ই মার্চ তার মেয়ে প্রতিবন্ধী লিমা আক্তার মোম বাতির আগুনে পুড়ে যায়।বর্তমানে সে ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।প্রতিবন্ধী লিমা কে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন যা প্রতিবন্ধী জাকিরের পক্ষে সম্ভব নয়।তার চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চান সাবিনা ইয়াসমিন পুতুল নামে একজন নারী সমাজসেবিকা ।

ফেসবুকে প্রতিনিয়ত তাকে বাঁচানোর আকুতি জানিয়ে ইতিমধ্যে ৭৫ হাজার টাকা চিকিৎসার জন্য সংগ্রহ করেছেন। এবং বুধবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হাসপাতালে গিয়ে তার বাবার হাতে চিকিৎসার জন্য নগদ টাকা তুলে দেন পুতুল।

প্রতিবন্ধী জাকির বলেন,আমি একজন প্রতিবন্ধী আমার মেয়েও প্রতিবন্ধী।আমার মেয়ে মোম বাতির আগুনে পুড়ে যায়।তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন,যা আমার পক্ষে এত টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়।আমার মেয়ের কথা শুনে সাবিনা ইয়াসমিন পুতুল আপা বিপদের মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,এবং সমাজের বৃত্তভান ও উপজেলা প্রশাসন যেন আমার মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা করে সেই অনুরোধ করছি।

Back to top button