আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি


সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিউটি সিকদার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
আজ বুধবার (১৪ জুলাই) ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে আগামী ৫ বছরের জন্য শুক্তাগড় ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ইউনিয়ন বাসী যে যেমন তাকে স্নেহ ভালোবাসা দিতেন আগামী দিনেও তেমনই প্রত্যাশা করেন। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কারো সাথে আপোষ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক মৃধার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রিগানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহজাহান খান, সহ সভাপতি ও ইউপি সদস্য আবুল বাশার বাবুল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইদ্রিস হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের গিয়াস উদ্দিন, মাস্টার মোকাম্মেল হোসেন সহ ইউনিয়ন পরিষদ এর সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রাসেল এর কাছ থেকে কাগজে কলমে দায়িত্বভার গ্রহণ করেন।