খেলাধুলা

আড়াই বছর পর ব্রাজিল দলে ফ্রেড, আছেন নেইমার-আলভেসও

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বেশ কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী মাসের শুরুতে ইকুয়েডরের ও প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির দল ঘোষণা করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। দলে ফিরেছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার। এছাড়াও ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসও।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। চার দিনের ব্যবধানে প্যারাগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে আড়াই বছর পর জায়গা পেয়েছেন মিডফিল্ডার ফ্রেড।

ইতোমধ্যে ব্রাজিল বাছাইপর্বের চার রাউন্ড খেলে ফেলছে। তবে মাঠে নামা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন বেকারের। প্রথম দুই ম্যাচের দলেই ছিলেন না তিনি। পরের দুই ম্যাচে স্কোয়াডে থাকলেও চোটে পড়ায় খেলা হয়নি লিভারপুলের এই গোলরক্ষকের।

এছাড়া ৩৮ বছর বয়সী আলভেসকে দলে নেওয়ার পর ব্রাজিল কোচ তিতে বলেন, ‘সে ভালো খেলছে আর জাতীয় দলের হয়ে তার চমৎকার অতীত আছে। সে শারীরিক ও মানসিক দিক থেকে নিজের সেরা অবস্থায় আছে। সে একজন নেতা এবং আমাদের আরও শক্তিশালী করতে পারে।’

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (ইউভেন্তুস), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)।

Back to top button