Uncategorized

ইব্রাহিমপুর ইউ/পি আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন মোঃ রকিব উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন মোঃ রকিব উদ্দিনের।

২১ অক্টোবর শুক্রবার নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র এড. শিব শংকর দাসের নিকট জীবন বৃত্তান্ত জমা দেন ইব্রাহিম পুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রকিব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব মাজহারুল হক খোকন, ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা, সাতমোড়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা ধন মিয়া মাষ্টার, বাবু শ্যামল কান্তি দেব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম, উপজেলা যুব লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহম্মেদ ব্যাপারী, উপজেলা যুব লীগের সদস্য মেহেদী হাসান সজিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দিন, ইব্রাহিমপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি পদ প্রার্থী রফিকুল ইসলাম অরুন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ জীবন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এলাহিসহ নেতৃবৃন্দরা।

সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেয়া মোঃ রকিব উদ্দিন বলেন, ইনশাআল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মানে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাবো।

উক্ত জীবন বৃত্তান্ত দেয়ার প্রাক্কালে নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button