আন্তর্জাতিক

উজবেকিস্তানে দালাল চক্র ভুয়া ভিসায় দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

মোঃ বাবুল, আন্তর্জাতিক প্রতিনিধিঃ

সোভিয়েতের ঘনিষ্ঠ মিত্র উজবেকিস্তানের রাজধানী তাসখান্দ শহরে হোস্টেল ব্যবসা ও ভুয়া কোম্পানি খুলে নিজ দেশের মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশের ঢাকার শনিআখড়ার বাসিন্দা সালমান,বরিশালের আরিফ সহ অর্ধশতাধিক দালাল চক্র।

সরজমিনে গিয়ে জানা যায়, ইউরোপ সহ সোভিয়েতের বিভিন্ন দেশে কাজের সন্ধানে এসে সে সকল দেশের দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং করাতে আসা বাংলাদেশীদের ভাল বেতনে পোল্যান্ড,রাশিয়া,বেলারুশ,কাজাকিস্তান,উজবেকিস্তানের বিভিন্ন কোম্পানিতে কাজ পাইয়ে দিতে ভিসা করিয়ে দেয়ার নামে দেশ ভিত্তিক জনপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা করে হাতিয়ে নিচ্ছে ক্যারেবান হোস্টেল মালিক সালমান, রিলেক্স ডেনিম বিডি নামের ভুয়া কোম্পানির মালিক বরিশালের বড়গুনার আরিফ সহ অনেক দালাল চক্র। এতে প্রবাসে এসে ভাল চাকরির আশায় নিঃস্ব হয়ে অবৈধ হয়ে মানবেতর জীবনযাপন করছে উজবেকিস্তানে আসা চাকুরী প্রত্যাশীরা অনেকে আবার মোটা অংকের টাকা জরিমানা গুনে পারি জমাতে হয়েছে বাংলাদেশে।

নাম প্রকাশে অনিচ্ছুক উজবেকিস্তানে অবস্থানরত বাংলাদেশী একজন ব্যবসায়ি জানান, আরিফ নিজেকে রিলেক্স ডেনিম বিডি নামক ভুয়া কোম্পানির মালিক পরিচয়ে সাব এজেন্ট নিয়োগ দিয়ে সিরাজুল ইসলাম,আক্তার সহ বেশ কয়েকজনকে তিন শতাধিক ভুয়া ভিসা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।এতে করে বাংলাদেশ থেকে আসা লোকজন এখানে অবৈধ হয়ে বাংলাদেশে নিঃস্ব হয়ে ফেরত যেতে বাধ্য হয়েছে এবং কিছু লোকজন অবৈধভাবে মানবেতর জীবনযাপন করছে।এরই পরিপ্রেক্ষিতে উজবেকিস্তান সরকার সাময়িক ভাবে বাংলাদেশীদের ভিসা বন্ধ করে দিয়েছে।

ছয়মাসের বিজনেস ভিসা লাগিয়ে দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপর এক দালাল সালমানের প্রতারণার স্বীকার হওয়া ফাহি চৌধুরী সহ একাধিক ব্যক্তি জানান, সালমান একজন প্রতারক সে উজবেকিস্তানে ছয় মাসের ব্যবসায়িক ভিসা লাগিয়ে দেয়ার কথা বলে লক্ষ টাকা করে নিয়ে তাজাকিস্তানে পাঠিয়ে ভিসার মেয়াদ শেষ করে ঐখানেও লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করেছে পরিশেষে ঐখানে অবৈধ হয়ে অন্য দেশে পারি জমাতে হয়েছে আমাদের। সালামনের প্রতারণার স্বীকার আব্দুল লতিফ জানান,আমার পরিবারের ৪ জন সদস্যের ছয়মাসের ভিসা করে দেয়ার কথা বলে জনপ্রতি ৬ শত ডলার করে নিয়েছে অথচ এদেশের আইন অনুযায়ী আমার ছেলে মেয়ের বয়স ১৬ বছরের কম হওয়ার কোন ফ্রী দিতেই হয়নি তাকে।

এবিষয়ে উজবেকিস্তান থেকে কোটি টাকা নিয়ে কাজাকিস্তানে পালিয়ে যাওয়া রিলেক্স ডেনিম বিডি নামক ভুয়া কোম্পানির মালিক আরিফের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে সে বক্তব্য না দিয়ে এড়িয়ে যায়।

অপর এক প্রতারক ক্যারেবান হোস্টেল মালিক সালমান জানান, আমি চেষ্টা করতেছি ভিসা করে দেয়ার আর যাদের করতে পারিনি তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছি।

এবিষয়ে উজবেকিস্তানে দায়িত্বে থাকা বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করতে দূতাবাসের নাম্বারে ফোন করা হলে রিসিপশন থেকে জানান,বাংলাদেশের রাষ্ট্রদূত বেশ কয়দিন ধরে অন্য দেশে অবস্থান করায় তার সাথে কথা বলা সম্ভব নয় এমনকি তিনি আসলেও তিনি কারো সাথে কথা বলা যাবে না।

Back to top button