Uncategorized

কসবায় আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম লন্ডন এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে সাংবাদিক গুম,হত্যা ও নির্যাতন বন্ধে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম লন্ডনের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুন) বিকালে কসবা ফুড প্যালেজ রেস্টুডেন্টের কমিউনিটি সেন্টারে অত্র সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনটির সাধারণ সম্পাদক ও এনটিভি সৌদি আরব(দাম্মাম)প্রতিনিধি ফারুক খানের সভাপতিত্বে, ‘প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মোঃ আনোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল আশরাফুল করিম’।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম রনি, শ্রম বিষয়ক সম্পাদক ইউসুফ রুবেল, এমএসটিভি এর সম্পাদক ও প্রকাশক মোঃ সাদ্দাম হোসাইন, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাহিদ খান সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button