আইন অপরাধআন্তর্জাতিক

কোটি টাকা হাতিয়ে নেয়া ব্যক্তি নিজেকে নাহিদ আসিফের লোক বলে দাবি।

আন্তর্জাতিক প্রতিনিধিঃ

ইউরোপে লোক পাঠানো নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া রিদানুর রহমান নিজেকে উপদেষ্টা নাহিদ আসিফের কাছের লোক বলে দাবি করে চলছে।

তথ্য সূত্রে জানা যায়, রাজধানীর ঢাকার ডেমরা সারুলিয়ার ডগাইর মহাকাশ রোডের মজিদ মিয়া ও মাসুমা বেগমের ছেলে রিদানুর দীর্ঘ ধরে ইউরোপে লোক পাঠানোর নাম করে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রথমে উজবেকিস্তানে পরে তাজাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। গত ১৮ অক্টোবর ভুক্তভোগীরা তার সন্ধান পেশে তাজাকিস্তানের খোযান্দ শহরে বোস্টন হোটেলে তাকে আটক করে।সেখানে সে ভিডিও বক্তব্যের মাধ্যমে টাকা ফেরত দেয়ার স্বীকারোক্তি দিয়ে রাতের আঁধারেই পালিয়ে যায়। ভুক্তভোগীরা দিশেহারা হয়ে তাকে খুঁজে না পেয়ে গণমাধ্যমের শরণাপন্ন হয়।

এবিষয়ে ভুক্তভোগী কাউছার,রাসেল,সিহাব আলী,রিয়াদ,বাবলু সহ একাধিক ব্যক্তি জানান,আমাদের স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার কথা বলে রিদানুর জনপ্রতি ১১ লক্ষ টাকা করে নিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে।সে আমাদের প্রথমে উজবেকিস্তান পরে তাজাকিস্তানে নিয়ে এসে সে লাপাত্তা হয়ে গেছে। অনেক খুঁজাখুঁজি করে তাকে পেয়ে আমরা আটক করলে সে আমাদের টাকা দিয়ে দিবে স্বীকারোক্তি দিয়ে হঠাৎ রাতেই পালিয়ে গেছে। আমরা এখন নিরুপায় নিঃস্ব হয়ে গণমাধ্যমের শরণাপন্ন হয়েছি।আমরা এই প্রতারকের সঠিক বিচার দাবি করছি।

এবিষয়ে গণমাধ্যমকর্মীরা রিদানুরের সাথে যোগাযোগ করলে সে জানায়,আমি উপদেষ্টা নাহিদ আসিফের কাছের লোক,আপনরা আমার সাথে বেশি বেশি করলে আমি নাহিদ আসিফ কে বলে আপনাদের শায়েস্তা করব।

বিষয়টি গণমাধ্যম কর্মীরা আসিফ মাহমুদের হোয়াটসঅ্যাপে অবগত করে এর সত্যতা যাচাই সহ প্রতারকের সঠিক বিচারের বিষয়ে সহযোগিতা চেয়েছে।

Back to top button