Uncategorized

গ্রীন নবীনগর’ কর্তৃক কোরআনের পাখিদের নিয়ে ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর আল-হেরা ইবতেদায়ী নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানার শতাধিক কোরানের পাখিদের নিয়ে ইফতার আয়োজন করেছে গ্রীন্ন নবীনগর নামে একটি সামাজিক সংগঠন।

বুধবার দুপুরে উক্ত সংগঠনের কিছু স্বপ্নবাজ তরুণ নৌকা যোগে বীরগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল দুর্গারামপুরে যান। সেখানকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তারা ইফতার সম্পন্ন করেন।

এর আগে কচিমনা কোরানের পাখিদের নিয়ে তারা ক্ষুদ্রপরিসরে কোরআন তেলাওয়াত ও হামদনাত প্রতিযোগিতার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক মোঃ আব্দুল্লাহ সরকার, শিক্ষক হাফেজ মাওলানা আবুল বাসার, শিক্ষক মাওলানা জাকির হোসেন নুরী, টিভি ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক এস এ রুবেল, যুগান্তরের নবীনগর প্রতিনিধি শাফিউল আলম,মিজান মিয়া,আইয়ুব মিয়া,কাউসার মিয়া,মাওলানা ইমাম হোসেন,মুক্তিযোদ্ধা সুদন মিয়া,রুবেল,মাসুকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন সংগঠনের ইজাজ, মাহবুব আলম,জুবায়ের, শাহজাদা, জুয়েল,ইয়াসিন, তৈয়বুর, সুমন, সুজন, সজিব, আসাদুল,জিসান, শোরভ, মুন্না,অলি, জামির, সাকিল,আশরাফুল, রিদয়, আলামিন, শুভ, জামির, হাসিব, এমরান, রিদয়,আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ইউপি সদস্য,মোঃ দুলাল মিয়া,জাকির হোসেন, সহঃ-শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান, মাহাবুব মোর্শেদ প্রমুখ।

উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় অংশ নেন, নাজমুল হাসান,সিয়াম হোসেন,রাসেল মিয়া,আবু হানিফ,সাইফুল ইসলাম,তকিউল্লাহ।
প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগির উৎসাহ বাড়াতে নগদ অর্থ দিয়ে সম্মাননা জানান গ্রীন নবীনগর সংশ্লিষ্টরা।

পরে শতাধিক কোরানের পাখিদের নিয়ে ইফতার আয়োজনে মিলিত হন সবাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা।

ব্যতিক্রমী এই আয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ সহ গ্রামবাসীর সকলের প্রশংসা কুড়িয়েছে।

Back to top button