ছাত্রলীগ নব-ঘোষিত কমিটির সঙ্গে আমার কোন সম্পর্ক নাই- মোঃ এবাদুল করিম বুলবুল, এমপি।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত নবীনগর উপজেলা ছাত্রলীগের যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তার সঙ্গে আমার বিন্দু মাত্র সম্পর্ক নাই বলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আরও বলেন,শুধু তাই নয়,আমি বারংবার বলেছি, ছাত্রলীগের কমিটি হতে হবে গঠনতান্ত্রিক পদ্ধতিতে। অথচ আমি দেখলাম নবীনগর উপজেলা যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে অছাত্র,বিবাহিত ও তুলনামূলক বিচারে বয়স্ক ও বেশ কয়েকজন বির্তকিতদেরকে এ কমিটিতে পদ-পদবী দেয়া হয়েছে। যা চরম দুঃখজনক ও লজ্জাজনকও বটে।
আমি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোন মতেই চরম বির্তকিতদের নিয়ে ঘোষিত এ কমিটিকে মেনে নিতে পারি না।
আমি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের একজন সংসদ সদস্য হিসেবে অগঠনতান্ত্রিক উপায়ে প্রভাবিত অছাত্র,বিবাহিত ও বির্তকিত এ কমিটিকে স্বীকৃতি দিতে পারি না।
সবার অবগতির জন্য জানাচ্ছি, নব-ঘোষিত ছাত্রলীগের
নবীনগরের আহবায়ক কমিটির সঙ্গে আমার কোন সম্পর্ক নাই ও থাকবে না।সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো। নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি হবে গঠনতান্ত্রিক পদ্ধতিতে এমন প্রত্যাশা রইলো।