জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।


নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার উদ্যোগে হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১৫ জানুয়ারি রবিবার জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সভাপতি এম এ হামিদ মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান।এছাড়াও উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন থানা, মহানগর দক্ষিণ শ্রমিক লীগের লালবাগ, বংশাল থানা নেতৃবৃন্দ। এবং লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সভাপতি এম এ হামিদ মুন্না আজকের অনুষ্ঠানকে সফল করায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।