জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী ও মৌসুমি ফল বিতরণ।


নিজস্ব প্রতিবেদনঃ
সারা দেশে করোনার তৃতীয় ঢেউয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।এতে সাধারণ মানুষের আয় রোজার কমে গিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েন।এরজন্য কেন্দ্রীয় আহব্বানে সাড়া দিয়ে, “জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার” উদ্যোগে চকবাজার থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন লেবার স্ট্যান্ড এলাকায় শনিবার ( ১০/০৭)সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসে বিপর্যস্ত কর্মহীন, শ্রমজীবি ও মেহনতী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মৌসুমী ফল ও মাক্স বিতরণ করা হয় l এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না,মোঃ আব্দুল আল মামুন সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখা, মোহাম্মদ শাহিন ফকির শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ও মোহাম্মদ ইউসুফ ভান্ডারী সভাপতি নির্মাণ শ্রমিক লীগ চকবাজার থানা সহ সকল নেতৃবৃন্দ।
বিতরণ শেষে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি এম এ হামিদ মুন্না বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের সরকার, আমরা আমাদের কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের আহব্বানে সাড়া দিয়ে সপ্তাহ ব্যাপী এই ত্রান বিতরণ কমসূচি পালন করে আসতেছি। দেশের এই ক্লান্তি লগ্নে সকল বিত্তবানদের সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।
পরিশেষে তিনি সকলের সুস্থা কামনা করেন এবং সরকারের দেয়া স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলার করার আহব্বান করেন।