Uncategorized

জেলা প্রশাসকের কল্যাণে হুইল চেয়ার পেল ফারজানা

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের গাজীরকান্দি গ্রামের মরহুম বাছির মিয়া ও বীণা বেগমের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ফারজানা জন্ম থেকে প্রতিবন্ধী । ডান পায়ের হাঁটুর উপর থেকে নিচ পর্যন্ত না থাকায় তার চলতে ফিরতে সমস্যা হতো।পা নেই, তবু নিজের পায়ে দাঁড়াতে চায় ‘ফারজানা’। প্রতিদিন স্কুলে আসার জন্য অনেক কষ্টে দীর্ঘপথ পাড়ি দিতে হতো প্রতিবন্ধী এই শিক্ষার্থীটির। লাফিয়ে লাফিয়ে রাস্তা পাড় হওয়ার সময় বারবার তার হাত থেকে পড়ে যেত বইগুলো। স্থানীয় স্কুল শিক্ষক জনাব স্বপনের মাধ্যমে বিষয়টি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর নজরে আসলে তিনি দ্রুত জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া নিকট উপস্থাপন করেন। এতে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া দ্রুত উদ্যোগ নেয় ফারজানা কষ্ট দূর করার।

মঙ্গলবার (২৯/০৩) জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ব্রাহ্মণবাড়িয়া ফারজানাকে একটি হুইল চেয়ার উপহার দেয়া সহ তার মায়ের কাছে নগদ ২৫ হাজার টাকা তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ও নবীনগর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইল চেয়ার পেয়ে ফারজানা অনেক খুশি এবং চেয়ারে বসে এদিক ওদিক ছুটছিল। ফারজানার মা হাতে টাকা পেয়ে আনন্দে চোখে চোখের জল মুছতেছিল এবং বার বার ধন্যবাদ জানাচ্ছিল প্রশাসনকে।

এসময় ফারজানার মা বলেন, আজকেই একটি স্কুল ব্যাগ কিনে দেবো মেয়েকে, মেয়ে আমার আজ থেকে ইচ্ছেমতো চলাফেরা করতে পারবে।

Back to top button