দেশ সংবাদ

ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা

ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি শহরের দেশবাংলা ফাউন্ডেশনের হলরুমে সংগঠনের সভাপতি বিশিস্ট ব্যবসায়ী সামসুল হক মনুর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় তার কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, আবু সাঈদ খান, দীপু লাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, নাগরিক ফোরাম নেত্রী নাজমা আক্তার ও মুক্তা আক্তার প্রমূখ।

দোয়া মিলাদ পরিচালনা করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি কবি এম এ মুসা। শোকসভায় মরহুম দেলোয়ার হোসেনের কন্যা-নাতিও উপস্থিত ছিলেন।

Back to top button