ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না মুজিব আদর্শের একনিষ্ঠ সৈনিক।

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকার পুরান শহরের লালবাগে জন্ম নেয়া একজন একনিষ্ঠ মুজিব আদর্শের সৈনিক এম এ হামিদ মুন্না। বর্তমানে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক শুরুটা বঙ্গবন্ধুর আদর্শের অনুসরণ করে, আজ অবধি সেই আদর্শ লালন করে এগিয়ে চলেছেন জননেত্রীর হাতকে শক্তিশালী করতে। অবৈধ পথে কখনো দলের নাম ভাঙ্গিয়ে একটি পয়সা রোজগারের চিন্তা করেননি।ঢাকা জেলার প্রতিটি এলাকায় কমিটিতে নিয়ে এসেছেন প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিকদের। তার সভাপতিত্ব করা সংগঠনে পদপদবী পেতে হলে প্রথমে পরীক্ষায় উত্তীর্ণ হয় যাদের বঙ্গবন্ধু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। নিজ বাসায় গড়ে তুলেছেন কোমলমতি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা দেয়ার পাঠশালা। তার দক্ষতা ও বিচক্ষণতায় ঢাকা জেলা শ্রমিক লীগ পাচ্ছেন প্রকৃত মুজিব আদর্শের সৈনিকদের। এই করোনায় মাসব্যাপী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হতদরিদ্র অসহায় মানুষদের।১/১১ থেকে হেফাজত তান্ডবেও রেখেছেন শক্ত ভূমিকা। রাজ পথের সদা সম্মুখ যোদ্ধা এবং মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মী।