
নিজস্ব প্রতিবেদকঃআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকার মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও ঘুষ দূর্নীতির অভিযোগে লক্ষীপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ পুলিশ পরিদর্শক সৈয়দ আশরাফুল ইসলাম সেলিম কে তার কর্মরত স্থল থেকে প্রত্যাহার করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষীপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তথ্য সূত্র জানা যায়,বিগত ৪ এপ্রিল তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নারুইয়ের আমিনুল ইসলাম বাদী হয়ে পুলিশ হেডকোয়ার্টার,চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ও লক্ষীপুর জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করে।এতে উল্লেখ্য করে সৈয়দ আশরাফুল ইসলাম সেলিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ায় তার নিজ এলাকায় নতুন বাড়ি ঘর করলে চাঁদা দাবি করা,ছোট ঘটনায় মামলা দিয়ে গুম করার ভয় দেখিয়ে টাকা নেয়া সহ পুলিশের চাকুরী থেকে চাকুরীচুত্যদের চাকুরীতে বহাল রাখতে মোটা অংকের টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে।এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ফেইক আইডি খোলে সমাজের গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
উল্লেখ্য তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মানহানি মামলা চলমান হয়েছে যাহাতে সে জামিনে রয়েছে, আরেকটি আইসিটি মামলা চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে তদন্তাধিন ও অপর একটি মামলায় হাইকোর্টে ১০ দিনের রোল আদেশ ইসূ করে ৬ বছর ধরে চাকরিতে কৌশলে বহাল রয়েছে।
এসকল অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগকারী ও স্বাক্ষীদের স্বশরীলে স্বাক্ষ্য গ্রহণ শেষে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে তার ঊর্ধ্বতন কতৃপক্ষ।
এবিষয়ে লক্ষীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো জানান,তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে।পরবর্তীতে ঊর্ধ্বতন কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।