Uncategorized

দোয়ারাবাজার প্রেসক্লাব কমিটি গঠন সভাপতি এম. এ করিম লিলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

দোয়ারাবাজার প্রেসক্লাব কমিটি গঠন করা হয়েছে। রবিবার প্রেসক্লাবের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ রেজাউল ইসলাম ও সাইফুল ইসলাম জনীর সঞ্চালনায় এম.এ করিম লিলুকে সভাপতি দৈনিক সিলেট বানী এবং মোঃ রফিকুল ইসলাম দৈনিক সবুজ সিলেট সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ সিরাজ মিয়া (দৈনিক সিলেট বানী),সাংগঠনিক সম্পাদক
সুমন রায় (ইউরো বিডি টাইম্স),সহসাংগঠনিক সম্পাদক শামিম আহমদ(দৈনিক আলোকিত সিলেট),
অর্থ সম্পাদক সাইফুল ইসলাম জনী (ইউরো বিডি টাইম্স),সাহিত্য সম্পাদক শাহিনুর রহমান(ফ্রিল্যান্স সাংবাদিক),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (নুরুজ্জামান সাপ্তাহিক উদয়ন),দপ্তর সম্পাদক বাশির আহমেদ (ইউরো বিডি টাইম্স), ক্রীড়া সম্পাদক
মাহবুব(ফ্রিল্যান্স সাংবাদিক),কার্যনির্বাহী সদস্য,
নুর আলম(ফ্রিল্যান্স সাংবাদিক)আবু কাহার হৃদয়(ফ্রিল্যান্স সাংবাদিক) ,জুয়েল আহদ সাপ্তাহিক (বাংলার ভারত)।এদিকে নবনির্বাচিত দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button