নবনির্বাচিত সাধারণ সদস্যের উপস্থিততে নবীনগর পশ্চিম ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নবীনগর পশ্চিম ইউনিয়নের ভিজিডি চক্র ২০২১-২০২২ অর্থের বছরের কর্মসূচির আওতায় ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম ও ইউনিয়ন পরিষদ সচিব জয়নাল আবেদীন উপস্থিত থেকে উপকারভোগী মহিলাদের মাঝে ভিজিডির চাউল বিতরণ করেন।
৮ ই ডিসেম্বর সকাল থেকে ৯ নং ওয়াডয়স্থ ফতেহপুরে অবস্থিত নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবনে এক নং ওয়ার্ডের ১৮ জন, দুই নং ওয়ার্ডের ৯ জন, তিন নং ওয়ার্ডের ৬ জন, চার নং ওয়ার্ডের ৫ জন,পাঁচ নং ওয়ার্ডের ৫ জন,ছয় নং ওয়ার্ডের ১৭ জন,সাত নং ওয়ার্ডের ১০ জন,আট নং ওয়ার্ডের ৮ জন,এবং নয় নং ওয়ার্ডের ১১ জনের মধ্যে ৩০ কেজির ৮৯ বস্তা চাউল বিতরণ করা হয়।
এসময় ভিজিডির চাউল সুষম বন্টনের জন্য সকাল থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ০৯ নং ওয়ার্ড সাধারণ সদস্য সাংবাদিক মোঃ সফর মিয়া, ০৮ নং ওয়ার্ড সাধারণ সদস্য মোঃ লিটন,০২ নং ওয়ার্ড সাধারণ সদস্য মোঃ তাজুল ইসলাম,ও ৭’৮’৯’ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম।
ভিজিডি চাউল বিতরণ শেষে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব জয়নাল আবেদীন বলেন, বরাবরের মত স্বচ্ছতা ধরে রাখতে বর্তমান নবনির্বাচিত পরিষদের সাধারণ সদস্যদের উপস্থিততে তালিকাভিত্তিক ভিজিডির চাউল সঠিকভাবে বিতরণ করেছি।
এসময় ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম বলেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০০ টাকা মাসিক সঞ্চয় করে ২ বছর মেয়াদের ভিজিডির কর্মসূচির আওতায় আজ ৩০ কেজির ৮৯ বস্তা চাউল উপকারভোগীদের মাঝে সুষম বন্টন করেছি।এই সঞ্চয়ের টাকা উপকারভোগীরা মেয়াদ শেষে ফেরত পাবে।