Uncategorized

নবীনগরনামা ফেইসবুক গ্রুপ তিতাস নদীতে অবমুক্ত করল দেড় লাখ মাছের পোনা।

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের সকল নদ-নদী সহ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের তিতাস, বুড়ি, পাগলা নদী গুলোতে মাছের আকাল যাচ্ছে।এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ফেইসবুক গ্রুপ নবীনগরনামা নবীনগরের তিতাস ও বুড়ি নদীতে ২৪/০৯/২০২১ তারিখ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় আলীয়াবাদ বাস স্টেশনের পূর্ব পাশ থেকে নৌকা যোগে তিতাস ও বুড়ি নদীর বিভিন্ন পয়েন্টে (কনিকাড়া ব্রিজ, নবীনগর লঞ্চঘাট, এবং তিতাস ও বুড়ি নদীর সংযোগস্থলে প্রায় দেড় লক্ষ পিছ মাছের পোনা অবমুক্ত করেন।

উল্লেখ্য, করোনা কালীন সময়ে নবীনগরের ভিত্তবানদের আর্থিক সহযোগিতায় ও নিজেদের অর্থায়নে এই ফেইসবুক গ্রুপ বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, চিকিৎসা, শিক্ষা, খাদ্য সহায়তা সহ সকল ধরনের সেবা বিনা পয়সায় প্রদান করেছে।

উক্ত মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেনঃনবীনগরনামা, নবীনগরের আঞ্চলিক কথা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান এডমিন আশরাফুল হক, স্বেচ্ছাসেবক সমাজসেবী ও নবীনগরনামা গ্রুপের এডমিন সুমন উদ্দিন, তরুন স্বেচ্ছাসেবক এবং রক্তদাতা কার্যক্রম পরিচালনাকারী, অত্র গ্রুপের হিসাবরক্ষক ও এডমিন শেখ আজহারুল ইসলাম, গ্রুপের তরুন স্বেচ্ছাসেবক মাইনুদ্দিন, গ্রুপের সাধারন সম্পাদিকা এডমিন এবং সাংবাদিক হাজীয়া বেবি বিন্তে বাসেদ, গ্রুপের সহঃ হিসাব রক্ষক, ব্যাবসায়ী ও মডারেটর হোসাইন মোঃ আলমগীর, মডারেটর নিপু সূত্রধর, শামীম রানা, সুজয়, স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমির হামজা, মোঃ বিল্লাল, মেহেদী, তৌসিফ, আশা, তাহমিনা সহ আরো অনেকে।

এসময় তারা নিজ নিজ বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রীয় সরকারের কাছে নদী দূষণ রোধ, নদী রক্ষা এবং নদী গুলো মাছের অভয়াশ্রমে পরিণত করার জন্য দাবী জানান।

Back to top button