নবীনগরের চলমান উন্নয়নমূলক কাজগুলোর অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগরের চলমান উন্নয়নমূলক কাজগুলোর অগ্রগতি বিষয়ে শনিবার(২২/৫) বিকাল ৪ টায় এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পর্যালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির তও্বাবধায়ক প্রকৌশলী(রক্ষনাবেক্ষন)বিপুল বণিক , ঢাকা থেকে আগত এলজিইডির ৫ জন প্রকল্প পরিচালক, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশ , উপজেলা ইঞ্জিনিয়ারসহ উপজেলার অন্যান্য অফিসার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় তারা কাজগুলোর ঠিকাদারদের নিয়ে এক ফলপ্রসূ বিশ্লেষণমূলক আলোচনা করেন ।কয়েকজন ঠিকাদারকে কাজে অবহেলা ও কাজের মান খারাপ করার কারণে কালো তালিকাভুক্ত করাসহ নানাভাবে সতর্ক করেন।
পরিশেষে কাজের মান ভাল করাসহ যথাসময়ে কাজ শেষ করার জন্য তাগিদ প্রদানের পাশাপাশি এখন থেকে নিয়মিত মনিটরিং করার করা হবে বলে জানান।