Uncategorized

নবীনগরের ব্যবসায়ী ও সর্বসাধারণের সদয় দৃষ্টি আকর্ষণ করে ওসির বার্তা।

নিজস্ব প্রতিবেদকঃ

আমি আমিনুর রশিদ, অফিসার ইনচার্জ, নবীনগর থানা অত্র থানাধীন সকল ব্যবসায়ী ভাইদেরকে অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২৬/০৬/২০২২ইং তারিখ হইতে নবীনগর থানার অফিসারদের ভূয়া নাম ও পরিচয় দিয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ব্যক্তি/ব্যক্তিরা বিভিন্ন মোবাইল নম্বর হইতে ফোন করে দোকানের মালামাল ও বিকাশে টাকা পয়সা চাইতেছে। অনেকে দুষ্কৃতকারীর চাহিদা মতে বিকাশে টাকা পয়সা দিয়াছে বলেও জানা যায়। এই বিষয়ে জনৈক অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ব্যাক্তি নবীনগর থানার সেকেন্ড অফিসার এসআই/আব্দুল হান্নান এর নামে ভূয়া পরিচয় দিয়ে বিকাশে টাকা দাবি ও নেওয়ায় তিনি অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অত্র থানার সাধারন ডায়েরী নং-১৯৯৫, তারিখ-২৭/০৬/২০২২ইং লিপিবদ্ধ করেন। উক্ত বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হইল।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও কতিপয় আগুন সন্ত্রাসী নবীনগর বাজারের ব্যবসায়ী ভাইদেরকে মোবাইল ফোনে হুমকী ধমকী দিয়ে টাকা দাবী করতঃ বিভিন্ন বাড়িতে আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়ায় নবীনগর থানার মামলা নং-০৩(০১)২০২২, ধারা- ৪৩৬ পেনাল কোড রুজু করিয়া আগুন সন্ত্রাসী ১। মোঃ মহিউদ্দিন প্রঃ মদন(৫৩), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা-মৃত আমেনা বেগম , গ্রাম-বগডহর, ২। মো: রাসেল(২৮), পিতা-মৃত-আ: রাজ্জাক , গ্রাম- নবীনগর (মধ্যপাড়া টিএন্ডটি রোড), উভয় থানা-নবীনগর, ৩। মোঃ রুবেল মিয়া(৩০), পিতা-মৃত হাসু মিয়া, গ্রাম-ছয়বাড়িয়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করতঃ তাদের নিকট হইতে শতাধিক আনরেজিষ্ট্রার্ড মোবাইল সংযোগ (সিম কার্ড) ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আসামীগন ঘটনার সহিত জড়িত আছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উল্লেখিত বিষয়েও আমরা আপনাদের সহায়াতা এবং সতর্কতা কামনা করছি। অনুরূপ কোন দুষ্কৃতকারী থানার অফিসারে নাম বলিয়া মোবাইল ফোনে টাকা দাবি করিলে নিন্মলিখিত সরকারী মোবাইল নম্বরে অবগত করার জন্য অনুরোধ করা হল।

মোবাইল নং- 01320115090 (ডিউটি অফিসার)
01320115086 ( ইন্সপেক্টর তদন্ত নূরে আলম)
01320115102 (এসআই আব্দুল হান্নান)

সংযুক্ত:- গ্রেফতারকৃত আগুন সন্ত্রাসী ও মোবাইল ফোনে হুমকি দিয়ে টাকা দাবিকারীদের ছবি।

Back to top button