Uncategorized

নবীনগরের ১৩ টি ইউনিয়নে ৫ জন নৌকা,৭ জন বিদ্রোহী,১ জন সতন্ত্র বিজয়ী।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়িকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. লুৎফর রহমানসহ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৫ জন, বিএনপির ১ জন, বিদ্রোহী ৭ বেসরকারি ভাবে জন নির্বাচিত হয়েছেন। ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয়ী ৪ জন, নৌকার বিদ্রোহী ৭ জন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী ১জন। নবীনগরে ১৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী যারা- শ্যামগ্রাম ইউনিয়নে শামসুজ্জামান খান (নৌকা), বীরগাঁও-আনোয়ার (নৌকা), ইব্রাহিমপুর- মো. আবু মুছা (নৌকা), সাতমোড়া- জসীম উদ্দিন আহম্মদ (নৌকা), নৌকার বিদ্রোহী রতনপুর- গোলাম মোস্তফা মারুফ (আনারস), শ্রীরামপুর- জাকি উদ্দিন (ঘোড়া), রসুল্লাবাদ- খন্দকার মনির হোসেন (আনারস), নবীনগর পশ্চিম- নূর আলম (আনারস), সলিমগঞ্জ- আশিকুর রহমান সোহেল (আনারস), লাউর ফতেহপুর- মো. জাহাঙ্গীর আলম (ঘোড়া), জিনদপুর- রবিউল (আনারস) ও স্বতন্ত্র মোহাম্মদ হেলাল উদ্দিন (চশমা) নির্বাচিত।

Back to top button