Uncategorized
নবীনগরের ৭ টি ইউনিয়নে কাল ভোট।


নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল ৩১ জানুয়ারি, ৬ষ্ঠ ধাপের স্থানীয় সরকার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন থেকে মোট ৪৫জন চেয়ারম্যান, ৭৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২২০ জন সাধারণ সদস্য স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করেছেন সকল প্রার্থীরা এবং ইভিএম ভোটিং পদ্ধতির মক ভোটিং কার্যক্রমও সম্পন্ন করেছেন প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারগণ।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু, নিরপেক্ষ একটি অবাধ উৎসবমুখর নির্বাচন উপহার দিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।