Uncategorized

নবীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় পরিত্যাক্ত জঙ্গলের খাল থেকে আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮/০৩)দুপুরে নবীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপঝাড় ও কুচুরিপানা বেষ্টিত পরিত্যক্ত খালে অর্ধগলিত ওই মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং নবীনগর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা, অজ্ঞাত এ ব্যক্তিকে হত্যা করে খুনিরা রাতের আধাঁরে এ পরিত্যাক্ত জঙ্গলের খালে ফেলে গেছে।

নবীনগর থানার এস আই ময়নাল জানান, পরিত্যাক্ত জঙ্গলের একটা খাল থেকে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির মুখে দাড়ি আছে বলেও তিনি জানান। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

Back to top button