নবীনগরে অদৃশ্য শক্তির ছত্রছায়ায় অবৈধ ড্রেজারে ফসলি জমি কাটার হিড়িক।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) আলেয়া মাদ্রাসার উত্তর পাশে অদৃশ্য শক্তির ছত্রছায়ায় অবৈধ ড্রেজারে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে দীর্ঘ দিন ধরে ফসলি জমি কেটে মাটি উত্তোলন করছে প্রভাবশালী দুই মাটি খেকু গণি মিয়া ও হানিফ মিয়া।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রেনি পরিবর্তন না করে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে অবৈধ ড্রেজারে ফসলি জমি গভীর গর্ত করে মাটি উত্তোলন করায় নাল জমিগুলো পুকুরে রুপান্তরিত হচ্ছে, এবং এতে করে পাশের ফসলি জমি গুলো ভেঙ্গে ঐসকল গর্তে পতিত হচ্ছে।
এবিষয়ে অদৃশ্য শক্তির ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানায়,যে ভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক চলছে যদি দ্রুত অবৈধ ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ না নেয়া হয় তাহলে ফসলি জমি দিনদিন বিলুপ্ত হয়ে আগামীতে খাদ্য ঘাটতি হবে।
এবিষয়ে অবৈধ ড্রেজার ব্যাবসায়ী গণি মিয়ার সাথে একাধীকবার মুঠোফেনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মাটি ব্যাবসায়ী হানিফ মিয়া জানান,আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি উত্তোলন করতেছি, তবে অনুমতির কাগজ চাইলে তিনি সাংবাদিকদের কাগজ দেখাতে অনিহা প্রকাশ করেন।
প্রশাসনের অনুমতি সংক্রান্ত বিষয়টি জানতে নবীনগর সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান , আমি এবিষয়ে অবগত নই।এমন হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।