নবীনগরে অবৈধভাবে বাঁধ নির্মাণকারীর বিরুদ্ধে এসিল্যান্ডের বিশেষ অভিযান।

নিজস্ব প্রতিবেদকঃ
অবৈধভাবে বাঁধ নির্মাণকারীর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মোশাররফ হোসাইন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরের পূর্ব সীমান্তে জাহার মাস্টার বাড়ির সামনের ব্রীজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে শাহজাহান মিয়া(৪৫)। বাঁধের কারণে ফসলি জমিতে পানি আটকে থাকায় সঠিক সময়ে চাষাবাদ করতে পারছেন না বলে জমির মালিকেরা অভিযোগ করেন। এনিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়।
অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশন (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন। এ সময় উক্ত আইনের ৬ঙ ধারা লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত শাহজাহানকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অদূর ভবিষ্যতে এহেন কাজ করবে না মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর করান।