নবীনগরে অবৈধ ড্রেজারে মোবাইল কোর্ট করেন এসিল্যান্ড মোশারফ হোসাইন।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শান্তিপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) নবীনগর মোশারফ হোসাইন।
তথ্য সূত্রে জানা যায়,অবৈধ ভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা সহ অনুমোদন ব্যতীত ফসলি জমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে ঘটনাস্থল থেকে অপরাধীদের আটক করা হয়।এবং অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করায়, ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় (অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়)। জব্দকৃত মেশিন ও সকল পাইপ পুলিশ ক্যামপ এর জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন জানান,মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় তাদের জেল জরিমানা করা হয়েছে। মাটি ব্যবস্থাপণা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।