নবীনগরে অবৈধ দোকানপাট উচ্ছেদ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কুড়িঘর বাজারের অবৈধ দোকানপাট অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়।

২৪ জানুয়ারি মঙ্গলবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান। তথ্য সূত্রে জানা যায়,কুড়িঘর গ্রামের কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসায় বন্দোবস্তপ্রাপ্তদের দখল বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে ও বন্দোবস্ত প্রাপ্তদের বরাদ্দ বুঝিয়ে দিতে অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি দোকান উচ্ছেদ করা হয়। তবে, যাদের দোকান উচ্ছেদ করা হয়েছে তাদেরকে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।