Uncategorized

নবীনগরে অভাব অনটনে থাকা আম্বিয়া ভাঙা ঘর নিয়ে বৃষ্টি আতংকে।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়ীয়া নবীনগরের হুরুয়া গ্রামের অভাব অনটনে থাকা আম্বিয়া তার ভাঙা ঘর বৃষ্টিতে যেকোনো সময় পড়ে যাওয়ার আতংকে দিনপাত করছে ।

তথ্য সূত্রে জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামের মৃত জজ মিয়া স্ত্রী তার স্বামী অসুস্থ থাকায় চিকিৎসার খরচ যোগান দিতে বসত ভিটা বিক্রি করে দেয়।পরে নিরুপায় হয়ে জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে তার বোনের বাড়িতে আশ্রিতা হিসেবে একটি ভাঙা ঘরে স্বামী জজ মিয়া ও একটি ছেলে সন্তান আসিক কে নিয়ে বসবাস করার কিছু দিন পার হতেই স্বামী মারা যায়। সংসারে হাল ধরতে স্কুল পড়ুয়া ছেলে আসিক জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কাজে যোগদান করে।প্রতিদিনের রোজগারের দুই আড়াই শত টাকা দিয়ে সংসার চালানো দূষ্কর হয়ে পড়ে।বৃষ্টির মৌসুম হওয়ায় যেকোন সময় তার ভাঙা ঘর ঝড় বৃষ্টিতে মাটিতে পরে যাওয়ার আতংকে একটু বাতাস এলেই চোখে ঘুৃম থাকে না।মাথা গোঁজার ঠাঁই চেয়ে বিত্তবানদের প্রতি সহযোগিতার আহব্বান করে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে।

এবিষয়ে আম্বিয়া বেগম জানান,সংসারে উপার্জনের ভরসা স্বামীর মৃত্যুর পর ভাল ছাত্র হওয়া সত্বেও ছেলে আসিক কে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কাজ করতে হচ্ছে, তার রোজগারের টাকায় সংসার চলতে হিমশিম খেতে হয়।উপর থেকে বৃষ্টি দিনে ঝড় তুফানে যেকোনো সময় ভাঙা ঘরটি মাটিতে পরে যেতে পারে।দেশ বিদেশে থাকা বিত্তবানরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে মাথা গোঁজার ঠাঁই ভাঙা ঘরটি মেরামত করতে পারব এবং আতংক কাটিয়ে নিশ্চিত ঘুমাতে পারব।

Back to top button