নবীনগরে আওয়ামীলীগ এর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের সময়সূচী নির্ধারণ উপলক্ষে আজ বুধবার(০৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলানায়তনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক স্থানীয় মেয়র এডভোকেট শিব সংকর দাস,জেলা আওয়ামীলীগ শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ,জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল, মোঃ শাহ আলম, নবীনগর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট সুজিত কোমার দেব,জেলা আওয়ামীলীগ সদস্য মো.জসীম উদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,উপজেলা আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ্দক নাছির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, উপজেলা আওয়ামীলীগ সদস্য সাইফুর রহমান সোহেল, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিয় ছিলেন। বিশেষ এই মতবিনিময় সভায় আগামী ১৩ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার ২১ টি ইউনিয়নের আওয়ামীলীগ কমিটি গঠনের লক্ষে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।