নবীনগরে ইউনিয়ন আওয়ামী লীগের অগোচরে ওয়ার্ড কমিটি ঘোষণা!


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের অগোচরে কমিটি ঘোষণা করলেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২২।
তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলীয় সভাপতি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার ২১ টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের জন্য গত ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতির উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়।এবং ৩১ মার্চের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পূর্ণ শেষে করার নির্দেশনা প্রদান করেন।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য পদে থাকা জেলা কমিটির সদস্য ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের দায়িত্ব পায়। এরপর থেকে ওয়ার্ড কমিটিগুলো গঠনের লক্ষ্যে ইউনিয়নের স্ব স্ব ওয়ার্ডে মিটিং শেষে দ্বিধা দ্বিমত থাকায় সভাস্থলে কমিটি ঘোষণা না করে নবীনগর থেকে কমিটি ঘোষণা দেয়ার কথা জানায় তিনি।কিন্তু হঠাৎ ১৮ এপ্রিল সন্ধ্যায় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়ার ছেলে মেহেদী হাসান বিজয় তার ফেইসবুক আইডিতে এই ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকের নামের তালিকা উল্লেখ্য করে একটি পোস্ট করেন।এতে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে, সাথে সাথে নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন তার নিজস্ব ফেইসবুক আইডিতে কমিটি ঘোষণা হয়নি এবং কেউ যেন বিভ্রান্তবোধ না করে তারজন্য অনুরোধ করেন।
কমিটি ঘোষণা সম্পর্কে নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ জানান,আমি জানিই না কখন কিভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা সাথে কথা বলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করব।
ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কি ওয়ার্ড কমিটি ঘোষণা করার পূর্বে আপনাকে অবগত করা হয়েছে? এই প্রশ্নের জবাবে নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম জানান,তিনি কেন তার সভাপতি, সাংগঠনিক সম্পাদক কাউকেই অবগত করা হয়নি কমিটি ঘোষণার ব্যাপারে।
এবিষয়ে নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন জানান, আমি এবং আমার বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অগোচরে ওয়ার্ড কমিটিগুলো দেয়া হয়েছে। আমি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জসিম উদ্দিন আহমেদ কে আমাদের অগোচরে কেন কমিটি দেয়া হল জিজ্ঞাসা করলে তিনি পরিস্কার জানিয়ে দিয়েছে কমিটি গঠনের বিষয়ে আমার নাক গলানো ঠিক হবে না,তিনি তার মর্জি মতেই কমিটি ঘোষণা করবে।বিষয়টি নিয়ে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি সাথে কথা বলে আমরাও সবকয়টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করব আমাদের মর্জি মতে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদকের অগোচরে কেন কমিটি ঘোষণা করা হল? জানতে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ এর মুঠোফোনে বারবার ফোন করে কথা বলা সম্ভব হয়নি।