নবীনগর

নবীনগরে একই দিনে নদীতে লাশ বাজারে আগুন।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একই দিনে ২৭ জুন মঙ্গলবার জুয়ার আসর থেকে নিখোঁজের একদিন পর তিতাস নদী থেকে ছগির মিয়া(৩৫) নামক এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও শ্রীঘর বাজারের হাবিবুল্লাহ নামক এক মুদির দোকানির ৩৫ লাখ টাকার মালামাল সহ দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

তথ্য সূত্রে জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘরের আবু সালাম মিয়ার ছেলে ছগির মিয়া ২৬ জুন সোমবার খড়িয়ালা গ্রামের পূর্বপাশের জাহান ইটখোলায় একদল যুবককে নিয়ে জুয়ার আসরে বসলে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর সন্ধ্যা ৬ টায় তার ভাসমান লাশ তিতাস নদী থেকে নবীনগর থানা পুলিশ উদ্ধার করে। অপরদিকে একই দিনের রাত ৮:৩০ টায় সলিমগঞ্জ ইউনিয়নের শ্রীঘর বাজারে কাদৈর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে হাবিবউল্লার মুদির দোকান মেহেদী স্টোর পাশের বাদল ঘোষের মিষ্টির দোকানের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তার ৩৫ লাখ টাকার মালামাল সহ দোকান ও নগদ সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় আশেপাশের বাকী দোকানগুলো রক্ষা পেয়েছে।

ঘটনা দুটি নিশ্চিত করেছে নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার ও নবীনগর ফায়ার সার্ভিসের ঐ ইউনিট ইনচার্জ দেবব্রত সরকার।

Back to top button