Uncategorized

নবীনগরে এক ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৭ ইউনিয়নে ৬১জন চেয়ারম্যান প্রার্থীর নমিনেশন ফরম জমা।

নিজস্ব প্রতিবেদকঃ

৩১ জানুয়ারির ৬ষ্ঠ ধাপের স্থানীয় সরকার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৭ টি ইউনিয়ন থেকে মোট ৬১ জন চেয়ারম্যান,৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৫৪ জন সাধারণ সদস্য পদে নমিনেশন ফরম জমা করেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার বরাবর।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিটঘর ইউনিয়ন থেকে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী ও শিবপুর ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা সদস্য ১৮ জন ও বিটঘর ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে ৫২ জন। এছাড়া শিবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ০৯ জন,বিদ্যাকুট ১০ জন, কাইতলা(দক্ষিণ)০৪ জন,নাটঘর০৫ জন,বড়াইল ১০জন,কৃষ্ণনগর০৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে বিটঘর ইউনিয়ন থেকে ১৫,বিদ্যাকুট থেকে ৮ জন,কাইতলা(দক্ষিণ)১০ জন,নাটঘর ০৯জন,বড়াইল ০৮জন,কৃষ্ণনগর ১২ জন এবং সাধারণ সদস্য পদে শিবপুর ইউনিয়ন থেকে ৩৭জন,বিদ্যাকুট ৩৫ জন,কাইতলা(দক্ষিণ) ৩০ জন,নাটঘর ৩৫ জন,বড়াইল ৩৪জন,কৃষ্ণনগর ৩১ জন।

Back to top button