নবীনগরে এসএসসি-৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী -২০২২ এর আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরশহরের জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা এসএসসি-৯৮ ব্যাচের র্্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬/০৭ শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএসসি-৯৮ ব্যাচ গ্রুপের প্রধান সমন্বয়ক মোঃ রকিব উদ্দিন খান (রাকিব) ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমদাদ মাহমুদ।
এতে বক্তব্য রাখেন মোঃ আল আমিনুল হক আলামিন, ডাক্তার মোঃ নুরুল হুদা, মাইনুল ইসলাম, শ্যামল বর্মন শিমুল, লুৎফর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মাসুদ আল মামুন রানা, বিল্লাল হোসেন, নাসিমা আক্তার স্মৃতি, শফিউল্লাহ, ওবায়দুল হক, ইকরাম সরকার, মোহাম্মদ আক্তার, শিউলি বেগম, ওয়াসিম, শাহীন, সুমন পাল, কিশোর সাহা, সুস্মিতা দাস ঝুমা, ইয়াসমিন আক্তার, আসাদুজ্জামান বিপ্লব, প্রমূখ।
এসময় বক্তারা বলেন উপজেলা এসএসসি ৯৮ ব্যাচের মূল প্রতিপাদ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ ও মানবিক কাজে নবীনগর উপজেলা গঠনের লক্ষ্যে করণীয় শীর্ষক আলোকে সর্বদা গ্রুপের সকল বন্ধু একত্রে আজীবন কাজ করে যাওয়া।উক্ত গ্রুপের কুলসুম বেগম অসুস্থ থাকায় তার জন্য মানবিক আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গ্রুপের আরেকজন সুস্মিতা দাসের মেয়ে আদরিতা দাস তাথৈ বাংলাদেশ জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় গ্রুপের পক্ষ থেকে সম্মান ই স্মারক প্রদান করেন।
এই গ্রুপের প্রধান সমন্বয়কারী গ্রুপ কে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে মাধ্যমে দেশব্যাপী একটি ৯৮ ব্র্যাড হিসেবে প্রতিষ্ঠিত করা কথা সকল বন্ধুদের মাঝে উপস্থাপন করলে সবাই একমত পোষণ করে আগামী দিনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিশু শিল্পী আদ্রিতা দাস তাথৈ এর সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।