নবীনগরে ওই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অভিভাবকের অভিযোগ দায়ের।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের দায়ে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কালঘড়া হাফিজউল্লা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক লহরী গ্রামের সুমন আহমেদের অপসারণের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তিনশতাধিক অভিভাবকদের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রবিবার (৩০/০৭)বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এ অভিযোগ দায়ের করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ দাখিল শেষে শিক্ষকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়ানোর নামে ঐ শিক্ষক ছাত্রীদের সাথে পরীক্ষায় অকৃতকার্য করার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে।তাকে অপসারণ করা না হলে তাদের নিজ নিজ সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় এ বিদ্যালয় থেকে অন্যত্রে নিয়ে ভর্তি করাবে।
উল্লেখ্য গত ২৭ শে জুলাই লহরী গ্রামে এক ছাত্রীর সাথে ঐ শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তার অপসারণের দাবী উঠলে প্রধান শিক্ষক তাকে সাময়িক বহিষ্কার করে।
অভিভাবক মোঃ শিপন খান, শফিকুল ইসলাম, কামরুল হাসান, লিমা আক্তারসহ অনেকের সাথে কথা বললে তারা বলেন,তার বিরুদ্ধে এর আগেও এরকম অনেক অভিযোগ রয়েছে, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই অভিযোগ দাখিল করেছি।
এবিষয়ে সুমন আহমেদ, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ওই মেয়েকে চিনি না, ষড়যন্ত্র মূলকভাবে অভিযোগ করা হয়েছে।তাকে স্থায়ী অপসরণের দাবিতে অভিভাবকদের অভিযোগ বিষয়ে তিনি কোন কিছু জানেন না।
কালঘড়া হাফিজউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন বলেন, অভিযোগ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।