Uncategorized

নবীনগরে কঠোর নিরপত্তায় অবাধ সুষ্ঠু ভাবে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কঠোর নিরাপত্তায় অবাধ সুষ্ঠু ভাবে চলছে জেলা পরিষদ নির্বাচন২০২২।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ছাড়াও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার ১০০ ইউনিয়ন, ৯ উপজেলা ও ৫ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৯৬ জন।

নাসিরনগর উপজেলায় ১৭২, সরাইলে ১২০, আশুগঞ্জে ১০৭, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৬২, বিজয়নগরে ১৩৩, আখাউড়ায় ৮১, কসবায় ১৪৬, নবীনগরে ২৮৮ ও বাঞ্ছারামপুরে ১৮৪ জন ভোটার রয়েছেন।
ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ৯ উপজেলায় ৩৬২ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে। ০৮ নং ওয়াড নবীনগর ভোট কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্যাটের দায়িত্ব রয়েছে নবীনগর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্যাট মোশারফ হোসাইন। এ ছাড়াও, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নবীনগরে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে দেখা যায়। একাধিক ভোটাররা তাদের ভোট শেষে সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে। এমনকি ০৮ নং ওয়াডের নবীনগরের সকল সদস্য পুরুষ ও মহিলা প্রার্থীরা স্ব স্ব বক্তব্যে অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা স্বীকার করেন।

এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করা জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আমাদের প্রশাসন শক্তভাবে ভোট কেন্দ্র সহ তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট দেয়ার সকল ব্যবস্থা গ্রহণ করা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহগীর আলম জানান, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি,এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে।কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Back to top button