নবীনগর

নবীনগরে কাজীর বিরুদ্ধে কাজীর সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কাজীর বিরুদ্ধে আরেক কাজীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েেছ।২০ মে শনিবার সকালে শ্যামগ্রাম বাজারে কাজী মুফতি মাওলানা মোঃ জয়নাল আবেদিনের অফিসে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন লিখিত বক্তব্য বলেন দুজনের মধ্যে দীর্ঘদিনের চলমান মামলার অবশেষে সুপ্রিম কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শ্যামগ্রাম ইউনিয়নে নিকাহ নিবন্ধনের জন্য আমিই একক কাজী। কেউ অন্য কারো কাছে নিকাহ নিবন্ধনের জন্য যেয়ে প্রতারিত হবেন না।
এদিকে অপর কাজী মোসাদ্দেক জানায় এই সংবাদ সম্মেলন মিথ্যা ভিত্তিহীন, আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের কাজীর দায়িত্বে ছিলেন, তারিই ধারাবাহিকতায় ১৯৯০ সালের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের রেজুলেশন সাপেক্ষে আমি এই ইউনিয়নের কাজির দায়িত্ব পালন করে আসছি।এযাতকালে আমি কাজী জয়নালের অনেক হুমকি ধামকির স্বীকার হওয়া সহ বিভিন্ন মামলায় আমার পক্ষে রায় পেয়েছি। জয়নাল কাজী নিজেকে নিয়োগপ্রাপ্ত কাজী দাবি কি করে করেন আমি বোধগম্য নয়। কেননা মামলা চলমান অবস্থায় কাউকে নতুন করে কাজী নিয়োগ দেওয়ার এখতিয়ার কোন বিধানে নেই। আমি পূনরায়
সুপ্রিম কোর্টের তার রায়ের বিরুদ্ধে রিকল পিটিশন দায়ের করেছি।

Back to top button