নবীনগরে কোরআনের পাখিদের পাগড়ী প্রদান ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত


ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বটতলী মাহমুদীয়া আরব কওমী মাদ্রাসার সংলগ্ন মাঠে আন্তর্জাতিক মানের হিফজ বিভাগের সমাপণী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশার। প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী । এছাড়াও আত্মশুদ্ধিমূলক বয়ান করে করিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি রেজাউল করিম আবরার ।
এছাড়াও আরও উপস্থিত থেকে বয়ান করেন আলহাজ্ব মুফতি আব্দুল হক, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, মাওলানা রায়হান উদ্দিন আনসারী, অন্ধ বক্তা হাফেজ শফিকুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন বটতলী মাহমুদীয়া আরব কওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আখতার হোসাইন মাহমুদী ।
অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার ১০ জন কোরআনে হাফেজদের পাগড়ী ও সম্মাননা সনদ প্রদান করেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। এবছর পাগড়ী সম্মাননা পুরষ্কার প্রাপ্তরা হলেন হাফেজ মোঃ সবুজ মোল্লা, হাফেজ মোঃ মোজাহিদুল ইসলাম, হাফেজ মোঃ উসমান গনি রাসেল, হাফেজ মোঃ সামিউন সরকার রায়হান, হাফেজ মোঃ আইয়ুব ভূইয়া, হাফেজ মোঃ জোনাঈদ রাহিম, হাফেজ মোঃ ইয়ামিন ইসলাম, হাফেজ মোঃ ইমরান খান, হাফেজ মোঃ তাহমিদ হোসাইন, হাফেজ মোঃ ইয়াছিন আরাফাত।