নবীনগরে গ্রামীণ ব্যাংকের বড় ঋণীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ
“কর্ম হবে গতিশীল ধৈর্য হবে বেশি সময়ের কাজ সময়ে করে থাকবো হাসি খুশি”ঐক্য,কর্ম,শৃঙ্খলা এই স্লোগানে…ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে গ্রামীণ ব্যাংক কুমিল্লা জোনের নবীনগর শাখার উদ্যোগে বড় ঋণীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংকের নবীনগর শাখায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা।
নবীনগর শাখা ম্যানেজার মো.শাহ আলম এর সভাপতিত্বে গ্রামীণ ব্যাংকের বড় ঋণী ও বিভিন্ন কেন্দ্র প্রধান সহ সাধারণ সদস্যদের কে নিয়ে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও আদর্শ,কেন্দ্র প্রধানদের দায়িত্ব ও কর্তব্য,এবং প্রতিটি কেন্দ্রে চাহিদা অনুযায়ী সদস্য নিশ্চিত করা,নতুন সদস্য নেওয়া,বড় ঋণ ও রেশি ঋণ,নবীন উদ্যোক্তা ও সেতু ঋণ,ছাত্র ছাত্রী বৃত্তি,উচ্চ শিক্ষা ঋন,বিএসসি নার্সিং ঋণ, সহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ে খোলামেলা আলোচনা করেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা।এছাড়াও গ্রামীণ ব্যাংকের সদস্যরা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন বলেও জানান সদস্যরা।কুমিল্লা যোনের নবীনগর এরিয়া ম্যানেজার প্রধান অতিথি অশোক কুমার সাহা বলেন,আমার এরিয়াতে ১০ টি শাখা আছে এরই মধ্যে নবীনগর শাখাটি অন্যতম। এই শাখায় ৬৭ টি কেন্দ্রের মাধ্যমে এলাকায় দারিদ্র্যকৃষ্ট হত দরিদ্রদের ঋণ দিয়ে সাবলম্বী করে গড়ে তোলাই আমাদের মুল উদ্দেশ্য।শাখা ব্যবস্থাপক মো.শাহ আলম বলেন,গ্রামীণ ব্যাংক নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে নিবেদিত ব্যাংক।