নবীনগরে চেয়ারম্যান, মেম্বার এবং শিক্ষার্থীদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান-


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, ইউপি মেম্বার এবং বাঙ্গরা গ্রামের ২০২১ সালের এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাঙ্গরা ফুরফুরা শরীফ সুপার মার্কেট প্রাঙ্গণে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও গ্রামবাসীর যৌথ আয়োজনে এই সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন এনবয় টেক্সটাইল লিমিটেডের জিএম মোঃ আতিকুর রহমান। বিশিষ্ট সমাজ সেবক ফুরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ইউনুস মোল্লা। উপজেলা যুবলীগের সহ সভাপতি মাজহারুল হক চঞ্চলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এড. একরামুল হক মাখন, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন তনু, জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হারুনূর রশিদ, সদস্য মিন্টু মিয়া মেম্বার, বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ লিটন মিয়া, জিনদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মিজানুর রহমান মজনু সহ আরো অনেকে। এসময় সকল বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সমাজের নানামূখী সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এসময় তারা বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে নেতৃবৃন্দরা জানান, এলাকার অসহায়, হতদরিদ্র মানুষের কল্যাণে এবং যেকোন সামাজিক, মানবিক, শিক্ষামূলক কর্মকান্ডে তাদের সংগঠন সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবেন। এজন্য সকলের সহযোগীতাসহ সকল প্রবাসীদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনার্থে তারা দেশবাসীর দোয়া কামনা করেন।