নবীনগরে ঠিকাদারের গাফলতিতে রাস্তার বেহাল দশায় জনদূর্ভোগ চরমে।

মোঃবাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর বাজার থেকে মহেশগেইটের এক কিলোমিটার রাস্তা ঠিকাদারের গাফলতিতে দীর্ঘদিন ধরে পথচারী যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে বেহাল দশা হওয়ায় জনদূর্ভোগ চরমে দাঁড়িয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ২০ কোটি টাকা বাজেটে উপজেলার মহেশরোডের কুড়িঘর টু বিটঘর হাট প্রকল্পের রাস্তা সংস্কারের কাজের টেন্ডার পায় ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ।এতে কুড়িঘর থেকে বিটঘর মহেশগেইট পর্যন্ত রাস্তাটি তড়িঘড়ি করে শেষ করলেও, মহেশগেইট থেকে বিটঘর বাজারের এক কিলোমিটার বাস্তাটি সংস্কারে করছে গাফলতি। প্রতিদিন এই রাস্তা দিয়ে জেলা সদর,হাটবাজারে, বিটঘর ইউনিয়ন পরিষদ সেবা নিতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ও বিটঘর উচ্চবিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অল্প বৃষ্টিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মালামাল বহন করা যানবাহনের পড়তে হয় বিপাকে।
একাধিক পথচারী ও যানবাহন ড্রাইভার ক্ষোভে জানান,নির্বাচন আসলে ভোটের জন্য কত মিডা কথা কয়,এরপর আর খবর থাকে না,আমরা যে এদিক দিয়ে চলতে পারি না এইডা দেখার কেউ নেই।
এবিষয়ে বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান দস্তগীর জানান,গত ঈদের পর পরই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল,গত দুইদিন আগে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার এসে আশ্বস্ত করে গেছে অচিরেই কাজটা সম্পূর্ণ করে দিবে।
সংস্কার কাজে গাফিলতির বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী খাইরুল হাসান করোনা ও বনবিভাগ রাস্তার পাশের গাছ সরাতে দেরি করাকে ২ বছর দেরি হওয়ার কারণ দায়ী করে আগামী ২/৩ দিনের মধ্যে কাজ শুরু করে দ্রুত সংস্কার করা হবে বলে জানান।