Uncategorized

নবীনগরে দলীয় দ্বন্দ্ব, শোকের মাসে নৌকার মনোনয়ন প্রত্যাশী শ্রমিক লীগ নেতার নৌকায় আনন্দ

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন থেকে আগামী দিনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এক প্রবাসী আওয়ামী লীগ নেতার কান্ডে সমালোচনার ঝড় উঠেছে।

তথ্যসূত্রে জানা যায়,বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের বাসিন্দা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া কাতার আওয়ামী শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচিতি দেয়া মোঃ হারুন অর রশীদ এমন কান্ডটি করেছেন।

গত ১০ই আগষ্ট লক ডাউন ভেঙে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম দানেছ মেম্বার ও তাদের অঙ্গসংগঠনের বেশ কিছু দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকা ভ্রমণ ও পিকনিকের আয়োজন করেন। উল্লেখ্য বিগত কিছু দিন ধরে উপজেলা আওয়ামী লীগ নেতাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করা নিয়ে অন্ত দ্বন্দ্ব চলছে।

এসময় তারা নৌকা ভ্রমণে স্বাস্থ্য বিধি তোয়াক্কা না করে যেনতেন ভাবে মেঘনা নদীতে ভ্রমন করতে দেখা যায়।আনন্দঘন পরিবেশে তারা পিকনিকের আয়োজন করে সবাই মিলে খাওয়া দাওয়া করেন।

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তাদের ভাষ্য অনুযায়ী ১৫ই আগষ্ট শুধু আওয়ামী লীগের শোক দিবস নয়,এটা জাতীয় শোক।
এই দিনটিকে ঘিরে পুরো আগষ্ট মাস আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকের মাস হিসেবে পালন করেন।

অথচ ১০ই আগষ্ট তিনি আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়ে দলেবলে আনন্দ ভ্রমণ একটা ন্যক্কারজনক ঘটনা।

তবে নৌকা ভ্রমণের আয়োজক কাতার শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে বিষয়টি নিয়ে এড়িয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে পরে ঘটনাটির জন্য ভুল স্বীকার করেন।
পূনরায় এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- একজন আওয়ামী লীগের চেতনা আদর্শ লালন করে এমন মানুষ শোকের মাসে দলবেঁধে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নৌকা ভ্রমণে বিনোদন করতে পারে না।
আমি সন্দিহান সে নৌকার মনোনয়ন চাওয়ার যোগ্যতা রাখেন কিনা ?
বিষয়টি আমরা জানি না।

শ্রমিক লীগ নেতার শোকের মাসে নৌকা ভ্রমণ সম্পর্কে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি এম এ হামিদ মুন্নার নিকট জানতে চেয়ে ফোন করা হলে তিনি বলেন,বিষয়টি দুঃখজনক,আমরা শোকের মাস বিনম্র শ্রদ্ধা সাথে পালন করি।আমাদের সংগঠনের কোন নেতাকর্মী এমনটা কখনোই করতে পারবে না এটা কেন্দ্রীয় নির্দেশ।

Back to top button