নবীনগরে নতুন রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।

কাউছার আলম, নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ার-৫ নবীনগর আসনের স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুলের সার্বিক সহযোগিতায় ও জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঙ্গরা টু বলীবাড়ি গ্রামে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য প্রায় দুই হাজার মিটার নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাঙ্গরা পশ্চিমপাড়া অংশ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনের পূর্বে মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, প্যানেল চেয়ারম্যান আবু হানিফ, জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হারুনূর রশিদ, বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আমির জাহান, মহিলা ইউপি সদস্য মরজিনা বেগম, সমাজ সেবক সামছু মিয়া, নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন, জিনদপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আকরাম হোসেন অমিত প্রমুখ।
এসময় উপস্থিত সকলে বলেন, একটি রাস্তার অভাবে বাঙ্গরা টু বলীবাড়ি গ্রামে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। যার ফলে বাঙ্গরা টু বলীবাড়ি গ্রামে সরাসরি যোগাযোগ স্থাপনের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এজন্য তারা স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল ও জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবিসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কয়েকজন জমির মালিক জানান, এই রাস্তাটি আমাদের জন্য স্বপ্ন ছিলো। রাস্তা হবার খবরে আমরা সেচ্ছায় হাসিমুখে জায়গা ছেড়ে দিয়েছি। এই রাস্তাটি হলে আমরা অনেক উপকৃত হবো।
এবিষয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিলো বাঙ্গরা টু বলীবাড়ি একটি রাস্তা নির্মাণ করা। ইনশাল্লাহ্ স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুলের সার্বিক সহযোগীতায় ও জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তাটি অবশেষে বাস্তবায়ন করতে পেরে এলাকাবাসী সহ আমি অত্যান্ত আনন্দিত। এই রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে, কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি।