নবীনগরে নদী ভাঙ্গন রোধে উপজেলা প্রশাসন কতৃক জেল জরিমানা।

মোঃ বাবুল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নদী ভাঙ্গন রোধে নদী তীরবর্তী এলাকায় ও বালু মহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসন কতৃক জেল জরিমানা করা হয়েছে।
পহেলা এপ্রিল সোমবার এই জেল জরিমানা করেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এসময় তিনি উপজেলার জাফরাবাদ বালু মহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ইজারাদারের প্রতিনিধি সাদেক মিয়া কে ৫ লক্ষ টাকা জরিমানা ও চর মানিকনগরে নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করায় ৩ জনকে ৬ মাস জেল প্রদান করে।
বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, জাফরাবাদ বালুমহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি কে অর্থদন্ড করা হয়েছে।এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে হাতে নাতে ধরে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।