দেশ সংবাদ

নবীনগরে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শাহান!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহন ঈদের দিন বিকাল ৫. ০০ ঘটিকা থেকে নিখোঁজ।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহন ঈদের দিন বিকাল ৫. ০০ ঘটিকা থেকে নিখোঁজ।

গতকাল শনিবার (০৭-০৬-২৫) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে একটা ফোন আসার পর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন তিনি। তখন থেকেই অদ্য পর্যন্ত তার কোন খুঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ

।শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জানান, ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খুঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায়-র্যাবে যোগাযোগ করেও তার কোন খুঁজ মিলেনি। শাহনের ছোট ছেলে রায়হান জানান, আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কার সাথে ফোনে কথা বলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় করে ২-৩ মিনিট কথা বলেন। পরে আমি নবীনগর যাই বলে বাড়িতে আর ফিরেনি।

এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী” ইউএনও নবীনগর” ফেইসবুক পেইজে পোস্ট দিয়েও তার সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছে।এবং তার সর্বশেষ লোকশন উপজেলার বগডহর গ্রামে ছিল বলেও একটি কমেন্টসের জবাবে লিখেছেন।

Back to top button