Uncategorized

নবীনগরে নিজের টাকায় গ্রামের রাস্তা সংস্কার করে দিলেন গোলাম কিবরিয়া ভূঁইয়া!

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব অর্থায়নে গ্রামের পাঁচ কিলোমিটার ও গ্রামের কবরস্থান এবং প্রাইমারি স্কুলের কর্দমাক্ত রাস্তা অবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কার করে দিলেন নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া ভূঁইয়া।

গত কয়েকদিন ধরে টানা শ্রমিক নিযুক্ত করে ইট ও বালি সরবরাহ করে প্রয়োজন মতো রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্রামের রাস্তাগুলোর বেহাল দশায় হাট বাজার, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়ত,অসুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা চালিয়ে যেতে চরম ভোগান্তিতে পড়েছে ।

মানুষের এই কষ্ট দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিটঘর ইউনিয়নের মানবিক ও সেবামূলক কাজে নিয়োজিত এই তরুণ ।

তাই নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বিটঘর হতে দুরুইল গ্রামের পুরো রাস্তাটি ইটের কনক্রিট আর বালু দিয়ে সলিং করে দেন তিনি।
এতে চরম খুশি গ্রামের বাসিন্দারা।

ইউনিয়নবাসীর কাছে একজন নিবেদিত এই নেতার স্বপ্ন, আধুনিক মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ বিটঘর ইউনিয়ন গঠনে নিরলসভাবে কাজ করা ।

চলমান করোনার দুই ধাপে গোলাম কিবরিয়া ভূঁইয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবারকে দুইবার নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী ও মালামাল প্রদান করেন।

এই বিষয়ে মুঠোফোনে গোলাম কিবরিয়া ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে।
তিনি যেমন কিছু পাওয়ার আশায় রাজনীতি করেননি আমিও তাই করে এসেছি।
এখনো করে যাচ্ছি,ভবিষ্যতেও করবো।
তবে আমার স্বপ্ন বিটঘর ইউনিয়নের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা,আধুনিক মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
সেই লক্ষ্যে আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Back to top button