নবীনগরে নৌকার প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ সাধারণ ভোটার।

মোঃ বাবুল,নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের নৌকা প্রতীকে প্রার্থী ফয়জুর রহমান বাদল এর নানাবিধ কর্মকান্ড ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী প্রচারণার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ ভোটাররা।
২০২৪ সালের শুরুর দিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ২০১৪ সালে নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল নবীনগরের অবকাঠামোগত উন্নয়ন ও দূর্নীতিমুক্ত উপজেলা গঠনে যে ভূমিকা রেখে ছিল স্বাধীনতার পর অন্য কোন সংসদ সদস্য করেনি।এছাড়া পরে পাঁচ বছর এবাদুল করিম বুলবুল সংসদ সদস্য থাকাকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা সত্বেও দলীয় প্রভাব বিস্তার করে কোন ধরনের গ্রুপিং দ্বন্দ্ব বা সরকারি কাজ ভাগিয়ে নিতে আসেনি। বর্তমানে শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী প্রচার প্রচারণার প্রতিটি জনসভায় সাধারণ ভোটারদের মনের কথাগুলো নিজ থেকে তুলে ধরে সকল ভোটারের হৃদয়ে স্থান করে নিয়েছে এককভাবে।
এবিষয়ে নান্দুরার গণি মিয়া,নারুইর আমিনুল,বিটঘরের মাসুম,কাইতলার আবু সুফি,শিবপুরের আনোয়ার,নারায়নপুরের ইকবাল, আলমনগরের খলিলুর রহমান,জিনদপুরের বাদল সরকার,সাহেবনগরের আতিক, কড়ইবাড়ির কবির,দড়ি শ্রীরামপুরের জাহের,রতনপুরের আনু,সলিমগঞ্জের রফিকুল সহ অসংখ্য সাধারণ ভোটার জানান,আমরা দলমত নির্বিশেষে বাদল ভাইয়ের বিজয় নিশ্চিত করতে আমাদের পরিবারের লোকজন সহ ৭ ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাব। নবীনগরের রাস্তা-ঘাট সহ সার্বিক বিষয়ে আমরা একজন যোগ্য অভিভাবক হিসেবে বাদল ভাইকেই মনে করি,তিনি আমাদের মনের কথা বুজেন।