Uncategorized

নবীনগরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় অর্থ দন্ড করেন এসিল্যান্ড মাহমুদা জাহান।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার উরখুলিয়ায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড করা হয়।

২২জানুয়ারি রবিবার উপজেলার উরখুলিয়া দুর্বাকান্দা খাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ।এসময় খালের পার ও খালসংলগ্ন ফসলি জমি কেটে কয়েকটি মাটি বাহী ট্রলার দিয়ে মাটি বহন করার সময় সৃষ্ট ঢেউয়ে পার থেকে মাটি খসে পড়ে খালটি ভরাট হওয়ায় ট্রলারগুলোকে আটক করা হয়। এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মালিকপক্ষকে ১,৫০,০০০( দেড় লাখ টাকা) জরিমানা করা সহ মুচলেকা নেয়া হয়।

এসময় পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

Back to top button