Uncategorized
নবীনগরে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। (১১/০৭)সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,একই উপজেলার নাটঘর ইউনিয়নের নসড়াবাড়ি গ্রামের মোঃ আতিক মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১০) ও তার আপন ছোট বোন সাদিয়া আক্তার (৭)
পরিবার সদস্যরা জানান,সোমবার দুপুরে বাড়ির পেছনে দুই বোন খেলতে যায়।খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।