Uncategorized

নবীনগরে পুলিশের অভিযানে ৬ হাজার ৬ শত পিস ইয়াবা সহ আটক -১!

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নোয়াগাঁও গ্রাম থেকে রুবি আক্তার(২৭) নামক একজন নারী মাদক কারবারি কে ৬ হাজার ৬ শত পিস মাদক দ্রব্য ইয়াবা ও নগদ ৬১০৫০ টাকা সহ আটক করেছে নবীনগর থানা পুলিশ।

আটককৃত রুবি আক্তার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার স্ত্রী।
১৪ নভেম্বর সোমবার সকালে নবীনগর থানা প্রাঙ্গনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য দেন নবীনগর থানা পুলিশ। পুলিশের সূত্রে জানা যায় রাত ১ টার দিকে আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রুব্য ইয়াবা ও নগদ টাকা সহ ঐ নারীকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে নবীনগর সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান,সারা বাংলাদেশ কে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে,প্রত্যকে নিজ নিজ দায়িত্বরত এলাকা মাদকমুক্ত করলে সারাদেশ মাদকমুক্ত হবে। আমি আমার দায়িত্বরত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এরই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ইয়াবা ও নগদ টাকা সহ এই নারীকে আটক করা হয়েছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান,এস আই কামাল উদ্দিন ও এ এস আই হেলাল উদ্দিন সহ নবীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে রুবি আক্তার কে ৬ হাজার ৬ শত পিস মাদক দ্রব্য ইয়াবা ও নগদ অর্থ সহ আটক করে প্রচলিত ধারায় মামলা রুজে করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Back to top button